পহেলগাঁও জঙ্গী হামলার কারণে ভারত- পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে পাকিস্তান তাদের আকাশ সীমা, ভারতের উড়ানের জন্য বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভারতে নিবন্ধীকৃত যে কোনও বিমান ও ভারতীয় উড়ান সংস্থার নিজস্ব বা লিজ দেওয়া কোনো বিমান, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এয়ার ইন্ডিয়া সোশ্যাল মিডিয়ার এক পোস্টে জানিয়েছে, ভারতীয় উড়ানের জন্য পাক আকাশসীমার ব্যবহার নিয়ন্ত্রিত হওয়ার ঘোষণার ফলে উত্তর আমেরিকা,বৃটেন, ইউরোপ ও মধ্য প্রাচ্যে চলাচলকারী উড়ানগুলি বিকল্প দীর্ঘ রুটে যাতায়াত করবে।
ইন্ডিগো এয়ারলাইন্স জানিয়েছে, পাকিস্তানের আকাশ সীমা বন্ধ করার আকস্মিক ঘোষণায় তাদের আন্তর্জাতিক কিছু উড়ান চলাচলে প্রভাব পড়ছে।