পহেলগাঁও-এ সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের সেনাবাহিনী গতকাল মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায়। মোট ৯’টি জায়গা লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে। মন্ত্রক আরো জানিয়েছে, কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি বা কেন্দ্র, এর আঘাতের লক্ষ্যবস্তু ছিলনা। যেসমস্ত জায়গায় বসে ভারতে জঙ্গী হামলার ছক কষা ও নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সমস্ত স্থানেই মূলতঃ এই অভিযান চলে। সেনাবাহিনীর এই অভিযান কোনোভাবেই প্ররোচনামূলক ছিলনা, ভারতীয় সেনারা যথেষ্ট সংযমের পরিচয় দিয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে।
পহেলগাঁও-এ নৃশংস জঙ্গী হামলায় যেভাবে ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক প্রাণ হারিয়েছেন, তার প্রেক্ষিতেই এই অভিযান বলে প্রতিরক্ষা মন্ত্রক স্পষ্ট জানিয়েছে। ওই হামলার সঙ্গে জড়িতদের যোগ্য প্রত্যুত্তর দিতে ভারতীয় সেনা বাহিনী কৃতসংকল্প বলেও মন্ত্রকের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিস্তারিত বিবৃতি প্রকাশিত হবে আজ বেলার দিকে।