মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 10, 2025 9:54 PM

printer

পহেলগাঁওয়ে জঙ্গী হামলার কড়া নিন্দা জানানোর জন্য বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন

২২শে এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গী হামলার কড়া নিন্দা জানানোর জন্য বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর, আফগানিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। ড জয়শঙ্কর এবং আফগানিস্তানের বিদেশমন্ত্রী মৌলবী আমীর খান মুত্তাকির মধ্যে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে দুই দেশই সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বৈর্থহীন ভাষায় নিন্দা করেছে। আঞ্চলিক দেশগুলিতে শান্তি , সুস্থিতি এবং পারস্পরিক বিশ্বাস বজায় রাখার পক্ষে মত ব্যক্ত করেছে দুই দেশ। উভয় পক্ষই একে অপরের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখন্ডতাকে মর্যাদা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে। ভারতের নিরাপত্তার দিকটিকে মান্যতা দেওয়ায় ভারত, আফগান পক্ষের প্রশংসা করেন। আফগানিস্তানের মাটি ভারত বিরোধী কোনো কাজের জন্য ব্যবহার করতে দেওয়া হবেন না বলেও সেদেশের বিদেশমন্ত্রী তাঁদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন।

বিদেশমন্ত্রী জয়শঙ্কর, নানগড়হার এবং কুনার প্রদেশে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও বিপুল সংখ্যক প্রাণহানির ঘটনায় শোক ব্যক্ত করেন। বিপর্যয়ের সময় তৎপরতা এবং ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ভারতের ভূমিকার প্রশংসা করেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মুত্তাকি।

উভয় পক্ষ, আফগানিস্তানে ভারতের মানবিক ত্রাণ সহায়তার কর্মসূচীর অগ্রগতি পর্যালোচনা করেছে। এর অধীনে খাদ্য শষ্য, সামাজিক সহায়তা দ্রব্য, স্কুল স্টেশনারী, বিপর্যয় মোকাবিলা সরঞ্জাম এবং সার সহ অন্যান্য পণ্য সরবরাহ করা হয়। এ ধরনের সহায়তা কর্মসূচী চালিয়ে যাওয়ার বিষয়ে বিদেশমন্ত্রী ভারতের দায়বদ্ধতার কথা তুলে ধরেছেন। এছাড়াও ক্রিকেট সহ অন্যান্য খেলা এবং সাংস্কৃতিক আদানপ্রদানের ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদার করা নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে। ভারত- আফগানিস্তান উড়ান করিডোর চালুর বিষয়টিকেও উভয় নেতা স্বাগত জানান।