পহেলগাঁওয়ে জঙ্গী হামলার উদ্ভূত পরিস্থিতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে গতকাল সাক্ষাত্ করেন। প্রতিরক্ষা মন্ত্রীর বাসভবনে তারা সামরিক বাহিনীর প্রস্তুতি পর্যালোচনা করেছেন। জঙ্গীদের নির্মূল করতে কি ধরনের কৌশল নেওয়া হয়েছে, সেই বিষয়ে তিনি বিস্তারিত জানান। বিএসএফ-এর আধিকারিকরা যেকোনো পরিস্থিতি সামাল দিতে তাদের প্রস্তুতির বিষয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বাহিনীর মহানির্দেশক দলজিত্ সিং চৌধুরী গতাকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।
অন্যদিকে, ভারতীয় নৌবাহিনী গতকাল রণতরী প্রতিরোধী ক্ষেপনাস্ত্র ব্যবহারের সফল এক মহড়া চালিয়েছে। দেশের জলসীমা রক্ষার ক্ষেত্রে বাহিনীর প্রস্তুতিও পর্যালোচনা করে।