July 13, 2025 4:30 PM

printer

পশ্চিম মেদিনীপুরে বন্যায় দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যায় দুই ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। অজবনগর এলাকার বাসিন্দা নিতাই ডোগরা গতকাল থেকেই নিখোঁজ ছিলেন। আজ সকালে বন্যার জলে তার দেহ ভাসতে দেখা গেছে।

অন্যদিকে, দাসপুরে রাজনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম এলাকায় গতকাল দুপুর থেকেই ঝড়ু জানা নামে এক মধ্যবয়স্ক ব্যক্তি নিখোঁজ ছিলেন। আজ সকালে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জল থেকে তার দেহ উদ্ধার করে।