মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 24, 2025 9:53 PM

printer

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কলাইকুন্ডায় একটি বিমানবন্দর তৈরির জন্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া  এ এ আই , রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কলাইকুন্ডায় একটি বিমানবন্দর তৈরির জন্যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া  এ এ আই , রাজ্য সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু  আজ রাজ্যসভায় ,  এই বিমানবন্দর তৈরির অগ্রগতি নিয়ে বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যর এক প্রশ্নের  উত্তরে এ কথা জানান।

 তিনি আরও  বলেন,  জমি অধিগ্রহনের কাজ মিটলেই গোটা প্রক্রিয়া এগোবে।

উল্লেখ্য বিমান পরিবহন পরিকাঠামো শক্তিশালী করে ছোট শহরগুলির মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি করতে কেন্দ্রীয় সরকার কলাইকুন্ডায় একটি বিমানবন্দর তৈরির পরিকল্পনা করে। এইজন্যে ৩৮ দশমিক ২/ ৫ একর জমির প্রয়োজন।