মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 13, 2025 1:13 PM

printer

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কান্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কান্ডে পুলিশ আজ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো- পাঁচ।

আজ কিছুক্ষণ আগে স্থানীয় বাসিন্দা শেখ সফিকুলকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগেই আজই ধরা হয় ধৃত সাদ্দাম ওরফে শেখ নাসিরুদ্দিনকে।  পুরসভার অস্থায়ী কর্মী সাদ্দাম বিজরা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। উভয়কেই আজ দুর্গাপুর আদালতে তোলা হবে।

গতকালই ধৃত অপু বাউড়ি, ফিরদৌস শেখ এবং শেখ রেজাউদ্দিনের দশদিনের পুলিশ হেফাজত হয়েছে।

এদিকে, ঘটনায় আজ’ও উত্তাল দুর্গাপুর। সিটি সেন্টারে শুক্রবারের এই ঘটনার প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবীতে বিজেপির ধর্না কর্মসূচীতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সকালে মঞ্চ বাঁধার সময় বিজেপি নেতৃত্বের সঙ্গে পুলিশের বচসা বাধে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। লক্ষণ ঘড়ুই-এর অভিযোগ, পুলিশ ধর্ষক, অপরাধীদের গ্রেপ্তার করতে পারেন, শুধুমাত্র বিজেপির কর্মসূচীতে বাঁধা দেয়। আদালতের অনুমতি ছাড়া সাম্প্রতিককালে কোন দলীয় কর্মসূচী করা যায়নি।

ইতমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্নাস্থলে পৌঁছেছেন। বিরোধী দলনেতা, রাতে মেয়েদের বাইরে না বেরোনোর মুখ্যমন্ত্রীর পরামর্শ-কে তীব্র কটাক্ষ করেন।