মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

February 24, 2025 2:45 PM

printer

পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার এলাকার জাতীয় সড়কের কাছে গাড়ি উলটে ইভটিজিং-এর শিকার এক মহিলার মৃত্যু হয়েছে। আহত ওই গাড়ির আরো চারজন।

পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার এলাকার জাতীয় সড়কের কাছে গাড়ি উলটে ইভটিজিং-এর শিকার এক মহিলার মৃত্যু হয়েছে। আহত ওই গাড়ির আরো চারজন।

  জানা গেছে, চন্দননগরের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট টিম পানাগড় লাগোয়া জাতীয় সড়ক ধরে গয়া যাওয়ার পথে কিছু মদ্যপ দুষ্কৃতী গাড়িটিকে ধাওয়া করে। ক্রমান্বয়ে তারা গাড়িটিকে পাশ দিয়ে ধাক্কা মারে এবং পথ আটকানোর চেষ্টা করতে থাকে। ওল্ড জিটি রোডে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচবার জন্য গাড়িটি একটি দোকানে, একটি শৌচাগারে এবং রাস্তার পাশে থাকা লোহার যন্ত্রাংশে পর পর ধাক্কা মেরে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা বছর ২৭-এর সুতন্দ্রা চ্যাটার্জির। গুরুতর আহত দুজনের চিকিৎসা চলছে কাঁকসার একটি বেসরকারি হাসপাতালে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

মৃতদেহটি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

   গাড়িটি আটক করা হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।