পশ্চিম এশিয়ায় যাবতীয় সমস্যার সমাধানে ‘দ্বি-রাষ্ট্র নীতি’র ভূমিকার ওপর জোর দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং। তিনি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে ভারত সর্বদাই ইতিবাচক ভূমিকা নেবে। কাম্পালায় প্যালেস্তাইনের ওপর জোট নিরপেক্ষ দেশগুলির মন্ত্রীগোষ্ঠীর কমিটির বৈঠকে তিনি বলেন, গাজায় শান্তি ফেরানোর লক্ষ্যে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ের পরিকল্পনাকে ভারত স্বাগত জানিয়েছে। শ্রী সিং সন্ত্রাসবাদের নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধের ফলে সাধারণ নাগরিকরা যে দুঃখ, দুর্দশার শিকার হন তা শেষ হওয়া উচিত।
Site Admin | October 16, 2025 10:03 AM
পশ্চিম এশিয়ায় যাবতীয় সমস্যার সমাধানে ‘দ্বি-রাষ্ট্র নীতি’র ভূমিকার ওপর জোর দিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।
