পশ্চিম এশিয়ার সংঘাতের পরিস্থিতিতে মার্কিন সেনার যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে কিছু জানাননি। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প , ইরানের পারমাণবিক শক্তি কেন্দ্রে ইসরাইলের অভিযানে আমেরিকা যোগ দেবে কিনা , সে বিষয়ে তিনি এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে ইঙ্গিত দেন।
অন্যদিকে, তাঁকে নিঃশর্তে আত্মসমর্পণ করার জন্য ট্রাম্পের হুঁশিয়ারি খারিজ করে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তোল্লা আলী খামেনেই। আমেরিকার কোন ধরনের হস্তক্ষেপ তাদের জন্য চূড়ান্ত পরিণতি ডেকে আনবে বলে খামেনেই সে দেশকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।