পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। গত মধ্যরাত্রে গাজার ডেইর-আল-বালাতে এই হামলায় চারটি শিশু ও দুই মহিলা সহ কমপক্ষে ১৩ জন নিহত হন। দক্ষিণ গাজার খান ইউনূসে একটি পেট্রোল পাম্প এর কাছে অন্য এক হামলায় চারজন নিহত এবং ১৫ জন আহত হন। ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে গত ৪৮ ঘন্টায় তারা গাজার প্রায় ২৫০ টি স্থানে আক্রমন চালিয়েছে। এর মধ্যে অস্ত্রভান্ডার , সুড়ঙ্গ সহ হামাসের বিভিন্ন ধরনের পরিকাঠামোও ধ্বংস করা হয়েছে।
Site Admin | July 12, 2025 9:56 PM
পশ্চিম এশিয়ার গাজা ভূখণ্ডে ইজরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন।
