মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 24, 2024 9:56 PM

printer

পশ্চিম উপকূলে আগামী পাঁচ দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ এবং উত্তরাখণ্ডের বেশ কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসর হওয়ার পরিস্থিতি অনুকূল রয়েছে। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের বাকি অংশেও বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে আগামী ৩-৪ দিনের মধ্যে । পশ্চিম উপকূলে আগামী পাঁচ দিনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৭ ও ২৮ জুন নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে পাঞ্জাব ও বিহারের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি লক্ষ্য করা গেছে। পশ্চিম রাজস্থানের জয়সলমীরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পোঁছয়।