মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 9, 2024 10:08 PM

printer

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে আগামীকাল উপনির্বাচন

পশ্চিমবঙ্গ সহ সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনে আগামীকাল উপনির্বাচন। সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। ভোট গণনা শনিবার, ১৩ই জুলাই।

পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা, হিমাচলপ্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড়, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলাউর, বিহারের রূপাউলি, মধ্যপ্রদেশের অমরওয়াড়া, তামিলনাড়ুর বিক্রাবন্দি এবং পাঞ্জাবের জলন্ধর পশ্চিম আসনে এদিন ভোট নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের চারটি আসনে ভোটদাতার সংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রার্থী রয়েছেন ৩৫ জন।