পশ্চিমবঙ্গ সহ চার রাজ্যের ৫টি বিধানসভা আসনের উপনির্বাচনে আজ ভোট নেওয়া হয়। গুজরাতের ভিসাভাদার আসনে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৪ দশমিক ৬/১ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে। ওই রাজ্যেরই কাড়ি আসনে এখনো পর্যন্ত ভোট পড়েছে সাড়ে ৫৪ শতাংশের মতো। কেরালার নীলাম্বুর আসনে ভোট পড়েছে ৭০ দশমিক ৭/৬ শতাংশ। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম আসনে শেষ পাওয়া খবর অনুযায়ী ৪৯ দশমিক ০/৭ শতাংশ ভোট পরেছে।
এদিকে পশ্চিমবঙ্গের কালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে শেষ খবর অনুযায়ী ৬৯ দশমিক ৮/৫ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে। কোনো আসনেই ভোটকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।
আগামী সোমবার ভোটগণনা।