December 20, 2025 11:56 AM

printer

পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রী আজই দুদিনের আসাম সফরে যাবেন। সফরকালে তিনি ১৫৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন

পশ্চিমবঙ্গ সফর শেষে প্রধানমন্ত্রী আজই   দুদিনের আসাম সফরে যাবেন। সফরকালে শ্রী মোদী,  ওই রাজ্যে ১৫  হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।  

প্রথম দিনে প্রধানমন্ত্রী আজ  লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরে অত্যাধুনিক Bamboo Orchids টার্মিনাল ভবনের উদ্বোধন করবেন। প্রায় দেড় লক্ষ বর্গ মিটার এলাকায় গড়ে ওঠা এই নতুন টার্মিনাল ভবনে দৈনিক ১ কোটি ৩০ লক্ষ যাত্রী চলাচল করতে পারবেন। রাজ্যের জৈব বৈচিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ঘটেছে এই Bamboo Orchids টার্মিনালে।

শ্রী মোদী , বিমানবন্দরে প্রাক্তন মুখ্যমন্ত্রী গোপিনাথ বরদলই এর ৮০ ফুট দীর্ঘ প্রতিমূর্তির ও আবরন উন্মোচন করবেন। এরপর রোড শো করে বিজেপির সদর দপ্তরে পৌঁছে সেখানে দলীয় কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।

সফরের শেষ দিনে আগামীকাল প্রধানমন্ত্রী ব্রহ্মপুত্র নদে ক্রুজে ভ্রমনের সময় স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে মত বিনিময় করবেন। তারপর  শ্রী মোদী  গুয়াহাটির  নব নির্মিত শহীদ স্মারক ক্ষেত্রে ঐতিহাসিক আসাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আসাম আন্দোলনের ৮৬০ জন শহিদের স্মৃতিতে  এই স্মারক ক্ষেত্র গড়ে তোলা হয়েছে।

শ্রী মোদী এরপর নামরূপে ১২ হাজার কোটি টাকার  অ্যামোনিয়া ইউরিয়া সার প্রকল্পের ভূমি পুজোতেও অংশ নেবেন। দিল্লি রওনা হওয়ার আগে তিনি নামরূপে এক জনসভাতেও ভাষণ দেবেন।