মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 16, 2025 10:07 PM

printer

পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশী নাগরিকের নাম বাদ দিয়েছে।

পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকা থেকে শতাধিক বাংলাদেশী নাগরিকের নাম বাদ দিয়েছে। রাজ্যের ১০টি জেলায় মোট ১১২ জ বাংলাদেশী নাগরিককে প্রাথমিকভাবে বিদেশী আঞ্চলিক নিবন্ধন অফিস (এফআরআরও) শনাক্ত করেছে। ৭৫০ জনের বেশি সন্দেহভাজনকে নিয়ে  তদন্ত এখনও চলছে।  জানা গেছে, কলকাতা, মুম্বাই এবং দিল্লীর বিমানবন্দরে ইমিগ্রেশনের সময় বাংলাদেশী নাগরিকদের মধ্যে ভারতীয় ভোটার কার্ডের উপস্থিতি বিষয়টি প্রকাশ্যে আসে। কিছু বাংলাদেশী নাগরিকের কাছে বাংলাদেশী পাসপোর্টের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ডও পাওয়া গিয়েছে। দুই ২৪ পরগণা, নদীয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং কোচবিহার থেকে এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।