পশ্চিমবঙ্গে, সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তা শতদ্রু দত্তকে দু-ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের মহানির্দেশক রাজীব কুমার জানিয়েছেন, আয়োজকদের টিকিটের টাকা ফেরতেরও নির্দেশ দেওয়া হয়েছে। এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এর আগে রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস অনুষ্ঠানের আয়োজক এবং স্পন্সরদের দ্রুত গ্রেপ্তার করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেন। এই দিনটিকে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য কালো দিন বলে উল্লেখন তিনি।
এদিকে, এই ঘটনায় রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা জানিয়েছেন। দুর্ভাগ্যজনক এই ঘটনার জন্য লিওনেল মেসির এবং সমস্ত ফুটবল প্রেমীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, মেসির আজ যুবভারতীতে প্রবেশের পর তাকে দেখতে পাওয়া না নিয়ে দর্শকদের একাংশের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাঁকে। গ্যালারি থেকে প্রায় ২০ মিনিট তাকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা স্লোগান দিতে শুরু করেন। প্রিয় তারকাকে দেখতে না-পাওয়ায় গ্যালারি থেকে বোতল ছোরা হয়, চেয়ার ভেঙে মাঠে ফেলা হয়। ফেন্সিংয়ের গেট ভেঙে শয়ে শয়ে দর্শক মাঠে ঢুকে পড়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।