December 11, 2025 9:41 AM

printer

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে কমিশন নিযুক্ত পাঁচ বিশেষ রোল অবজারভার জেলা সফর করছেন।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কাজ খতিয়ে দেখতে কমিশন নিযুক্ত পাঁচ বিশেষ রোল অবজারভার জেলা সফর করছেন। গতকাল তারা রাজ্যে পৌঁছানোর পর ,  মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

 মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষকরা সমস্ত জেলায় গিয়ে এনুমারেশন প্রক্রিয়ার নমুনা সহ বিস্তারিত  তথ্য খতিয়ে দেখবেন, রাজনৈতিক দলগুলির সঙ্গেও  বৈঠক করবেন এবং সরাসরি কমিশনের কাছে রিপোর্ট পাঠাবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।