November 28, 2025 6:05 PM

printer

পশ্চিমবঙ্গে ভারত – বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার  কাজ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট।

পশ্চিমবঙ্গে ভারত – বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়ার  কাজ নিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ ব্যক্ত করেছে কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে আজ রাজ্য ইতিবাচক পদক্ষেপের রিপোর্ট দেওয়ার বদলে ফের বক্তব্য জানাতে সময় চায়।  এর আগেও রাজ্য এই বিষয়ে বক্তব্য জানাতে সময় চেয়েছিল। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটার জেনারেল অশোক চক্রবর্তী আদালতে বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই ব্যাপারে ছাড়পত্র পাওয়ার পর কাঁটাতার দেওয়ার জন্য জমি কিনতে টাকাও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও রাজ্যের থেকে এই নিয়ে কোন বক্তব্য জানা যাচ্ছে না।

এর প্রেক্ষিতেই বেঞ্চ জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার দেওয়ার বিষয়টি দেশের নিরাপত্তার সঙ্গে জড়িত। এমন গুরুত্বপূর্ণ বিষয়ে বেশি সময় দেওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত রিপোর্ট দেওয়ার জন্য রাজ্যকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে । আদালতের জানিয়েছে, এই সময়ে রাজ্যের রিপোর্টে যদি ইতিবাচক  ইঙ্গিত না থাকে, তাহলে মামলার  টানা শুনানি করা হবে।

এদিকে, হাইকোর্টে একটি মামলার কাজে এসে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই বিষয়ে  গড়িমসির জন্য রাজ্যকে দায়ী করেন।