পশ্চিমবঙ্গে দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কান্ডে পুলিশ আজ আরও দু’জনকে গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো-পাঁচ ।
ওই ঘটনায় আজ ধৃত দুই অভিযুক্ত শেখ সফিকুল এবং সাদ্দাম ওরফে শেখ নাসিরুদ্দিনকে ন’দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এর আগে ধৃত অন্য তিনজনকে গতকাল ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
এদিকে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিতাকে দেখতে দুর্গাপুরের বেসরকারী হাসপাতালে যান। সেখান থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ছাত্রীর পরিবার যাতে বিচার পায়, তার জন্য সম্ভাব্য সবকিছু করা হবে। যে বাঙলার হাত ধরে দেশে নবজাগরণের সূচনা হয়েছে, সেই বাংল এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না বলেও রাজ্যপাল জানান।
বিজেপি নেত্রী তথা লোকসভার সাংসদ বাঁশুরী স্বরাজ আজ নতুন দিল্লিতে এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছে যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, সেখানে এ ধরণের অসংবেদনশীল আচরণ কাঙ্খিত নয়।