December 15, 2025 12:16 PM

printer

পশ্চিমবঙ্গে এস আই আর-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল

পশ্চিমবঙ্গে এস আই আর-এর পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল। তার আগে ত্রুটি মুক্ত তালিকা তৈরিতে সবরকম সাবধানতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। ভোটারদের জমা পড়া এন্যুমারেশন তথ্য যাচাই-এর কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

এদিকে, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম-এর ফার্স্ট লেভিল চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির ব্যবস্হা করেছে নির্বাচন কমিশন। ভিন রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে মোট পাঁচজন নোডাল অফিসারকে অবজার্ভার হিসেবে এরাজ্যে পাঠানো হয়েছে। বিভিন্ন ফার্স্ট লেভেল চেকিং ভেনুতে তাঁরা ইভিএম যাচাই প্রক্রিয়ার ওপর নজর রাখবেন। কমিশন সূত্রের খবর অরুণাচলপ্রদেশ থেকে ডেপুটি সিইও সানিয়ে কায়েম মিজে, মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাভি, মেঘালয় থেকে অ্যাডিশনাল CEO পি কে বোরো এবং মিজোরাম থেকে জয়েন্ট CEO এথেল রোথাংপুই-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই সঙ্গে কমিশনের তরফে আন্ডার সেক্রেটারি পদ মর্যাদার আধিকারিক কণিষ্ক কুমারকেও অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।