October 8, 2025 9:18 PM

printer

পশ্চিমবঙ্গে এসআইআরের প্রস্তুতিতে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে

পশ্চিমবঙ্গে এসআইআরের প্রস্তুতিতে ভোটার তালিকা ম্যাপিংয়ের কাজ দ্রুত শেষ করতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে আজ  উত্তরবঙ্গের পাঁচ জেলা বাদে বাকি সমস্ত জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও ও এইআরওদের বৈঠকে কমিশনের সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী  এবিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন । ২০০২ সালের ভোটার তালিকাকে ভিত্তিবর্ষ ধরে ২০২৫ সালের ভোটার তালিকার সঙ্গে ভোটারদের অস্তিত্ব যাচাইয়ের কাজ অনেক জেলাতেই মন্থর গতিতে চলছে বলে জানা গেছে। কমিশনের তরফে জানানো হয়েছেপ্রায় ৪০ শতাংশ কাজ এখনও অসম্পূর্ণ। এই কাজে দেরি হচ্ছে কেন তা নিয়ে এদিনের বৈঠকে প্রশ্ন তোলা হয়েছে।