পশ্চিমবঙ্গে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ৩৯২। চলতি মাসের ৫ ও ৬ তারিখে উত্তরবঙ্গের জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান, চাপরামারী অভয়ারণ্য এবং জলদাপারা সংরক্ষিত অরণ্যে বন দপ্তর এক শৃঙ্গ গন্ডার সুমারি চালায়। গরুমারা জাতীয় উদ্যানে ৬১টি গন্ডারের উপস্থিতি ধরা পড়ে এবং জলদাপাড়া জাতীয় উদ্যানে মেলে ৩৩১ টি। এর আগে, ২০২২ সালে এক শৃঙ্গ গন্ডারের সংখ্যা ছিল ৩৪৭ টি। এই সংখ্যাবৃদ্ধি ইতিবাচক বলে জানিয়েছেন রাজ্যের চিফ ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন দেবল রায়।
বন দপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় এই গন্ডার সুমারিতে ৬ শো ৩১ জন বন কর্মী এবং ১৫ টি স্বেচ্ছাসেবী সংস্থা ও বিভিন্ন গোষ্ঠী অংশগ্রহণ করে। মোট ৩ শো ৯৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই গণনা করা হয়।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর রেড লিস্ট – এ এক শৃঙ্গ গণ্ডারকে vulnerable প্রজাতির তালিকায় রাখা হয়েছে।