January 9, 2026 9:25 PM

printer

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন।

পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর না হওয়ায় কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আবারও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনিআজ নিউটাউনে সিএনসিআই-এর ক্যাম্পাস পরিদর্শনের পর সাংবাদিকদের একথা বলেন।

শ্রী নাড্ডা আরও বলেন, কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, সিএনসিআই দ্রুত রোগ নির্ণয়ের জন্য উন্নত মানের এমআরআই এবং পেট-সিটি পরিষেবা চালু করছে।  চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে জানান, হাজরা ক্যাম্পাসে নতুন এই পরিষেবা চালু করা হবে। ফলে দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সময় মতো চিকিৎসা শুরু করা সম্ভব হবে। সেখানে রোগীদের সংক্রমণ নিয়ন্ত্রণ ও সামগ্রিক পরিবেশ উন্নত করতে ক্যাম্পাসটির সংস্কার করা হচ্ছে। ফলে দ্রুত রোগ নির্ণয়ের পাশাপাশি সময়মতো চিকিৎসা শুরু করা সম্ভব হবে।

স্বাস্হ্যমন্ত্রী আরও বলেন, সিএনসিআই ভারতের প্রথম সরকারি ক্যান্সার হাসপাতাল হিসেবে এনএবিএইচ সার্টিফিকেট অর্জন এবং রাজ্যের একমাত্র সরকারি হাসপাতাল হিসেবে ল্যাবরেটরি বিভাগে এনএবিএল স্বীকৃতি লাভ করেছে।

দেশের ২৭টি আঞ্চলিক ক্যান্সার কেন্দ্রের মধ্যে সিএনসিআই অন্যতম যার দুটি ক্যাম্পাস রয়েছে। এই ক্যান্সার ইনস্টিটিউট দেশের তৃতীয় শীর্ষস্থানীয় ইনস্টিটিউটে পরিণত হয়েছে,যা সরকারি ক্যান্সার ইনস্টিটিউট হিসেবে স্পর্শ করেছে গুরুত্বপূর্ণ মাইলফলক ।

কেন্দ্রীয় স্বাস্হ্যমন্ত্রী এরপর কল্যাণী এইমসে যান। সেখানে তাকে স্বাগত জানান, এইমসের কার্যনির্বাহী আধিকারিক অরবিন্দ সিনহা।