পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পুলিশ গতকাল আট বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য গ্রেপ্তার করেছে। একই সঙ্গে এদের সহায়তা করার অভিযোগে পুলিশ আরো তিন ভারতীয়কে গ্রেপ্তার করেছে বলে লালবাগের অতিরিক্ত পুলিশ সুপার রাসপ্রীত সিং জানিয়েছেন। শ্রী সিং আরো জানিয়েছেন যে বাংলাদেশী নাগরিকরা বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহী দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ লালগোলায় জামিরুল শেখের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজন বাংলাদেশী নাগরিক এবং দু’জন ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করেছে। একই জেলার রাণীনগর থেকে তিন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
Site Admin | July 22, 2025 1:35 PM
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা থেকে পুলিশ গতকাল আট বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে ভারতে প্রবেশ করার জন্য গ্রেপ্তার করেছে
