পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সেনাবাহিনী সম্পর্কে কথিত মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজ কলকাতার ময়দান এলাকায় গান্ধী মূর্তির নীচে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিকদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছে। সম্প্রতি, কলকাতার পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনা সদস্যরা ময়দান এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের একটি অস্থায়ী মঞ্চ সরিয়ে নেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেছিলেন। মঞ্চটি সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা উপেক্ষা করার পর এবং কলকাতা পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ার পর সেনাবাহিনী এই পদক্ষেপ নেয় বলে জানা গেছে।
Site Admin | September 11, 2025 10:15 AM
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সেনাবাহিনী সম্পর্কে কথিত মন্তব্যের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট আজ কলকাতার ময়দান এলাকায় গান্ধী মূর্তির নীচে ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন সৈনিকদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছে।
