দক্ষিণ ২৪ পরগণার ফ্রেজারগঞ্জের কাছে অবৈধভাবে ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে বাংলাদেশি ট্রলার সহ ১৫ জন মৎস্যজীবীকে আটক করেছে এদেশের উপকূল রক্ষী বাহিনী। গতরাতে ‘এফবি আল্লাহ মালিক’ নামে ওই ট্রলারটিকে ধরা হয়। আটক মত্স্যজীবীদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে মামলা রুজু হয়েছে। আজই তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে।
উল্লেখ্য, গত মাসেই একই অভিযোগে ৪ টি ট্রলার-সহ ১০৭ জন বাংলাদেশি মৎস্যজীবী ধরা পড়েছিল। এখনও তারা জেলে বন্দী রয়েছে।