December 29, 2025 11:37 AM

printer

পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই আজ মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস

রাজ্যের প্রায় সর্বত্রই আজ মাঝারি থেকে ঘন কুয়াশার পূর্বাভাস থাকায় দিনের তাপমাত্রা বেশ কিছুটা কম থাকতে পারে। উত্তরবঙ্গের কালিম্পং আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, কলকাতা, হাওড়া, হুগলী, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায় মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। আলিপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস যা প্রায় স্বাভাবিক। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি কম ছিল। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ৩১ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় ৩১ থেকে ২ তারিখের মধ্যে হালকা বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।