মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 1, 2024 9:50 PM

printer

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন

চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে যুগলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে চিঠি দিয়েছেন। কেন বারবার আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটছে, তা নিয়ে চিঠিতে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল।গত কয়েক সপ্তাহে রাজ্যে গণপিটুনি ও তার জেরে মৃত্যুর  ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, সে ব্যাপারে রাজ্যের ‘অ্যাকশন টেকেন রিপোর্ট’  তলব করা হয়েছে বলে রাজভবন সূত্রে জানা গেছে।  তিনি আগামীকাল দিল্লি থেকে কলকাতায় ফিরে চোপড়ায় যেতে পারেন বলেও জানা গেছে।

তবে, এক ভিডিও বার্তায় সি ভি আনন্দো বোস বলেন, চোপড়ার পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজে রোগীর পরিবারকে পুলিশের মারধোরের ঘটনা নিয়েও সরব হয়েছেন। রাজ্যের সর্বত্র হিংসার তান্ডব চলেছে, পুলিশকেই কোথাও কোথাও দুষ্কৃতির ভূমিকা দেখা যাচ্ছে বলে তাঁর আরও অভিযোগ।