মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 17, 2025 10:01 PM

printer

পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে প্রত্যার্পনের বিষয়ে ভারত, বেলজিয়ামের সঙ্গে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে।

পলাতক ব্যবসায়ী মেহুল চোকসিকে প্রত্যার্পনের বিষয়ে ভারত, বেলজিয়ামের সঙ্গে নিরন্তর কাজ চালিয়ে যাচ্ছে। নতুন দিল্লীতে আজ বিদেশমন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, ভারতের পক্ষ থেকে প্রত্যর্পনের অনুরোধ জানানোর পরই বেলজিয়ামে মেহুল চোকসিকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, ২৬/১১ মুম্বাই হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানার ভারতে প্রত্যার্পনের ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, এই ঘটনা পাকিস্তানক স্পষ্ট বার্তা দিয়েছে যে, মুম্বাই হামলার অন্য ষড়যন্ত্রকারী যাদের তারা আড়াল করে রেখেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের সময় এসেছে। প্রবল চেষ্টা করেও পাকিস্তান যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল কেন্দ্র সে তকমা ঝেড়ে ফেলতে পারবে না। কাশ্মীর, ভারতের কেন্দ্রশাষিত অঞ্চল বলে পাকিস্তানের সেনা প্রধান যে মন্তব্য করেছেন, শ্রী জয়সওয়াল তারও জবাব দেন।