মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 7, 2024 9:25 PM

printer

পর পর  দু’দিন পিছিয়ে যাওয়ার পর আজ সুপ্রিম কোর্টে আর জি কর কান্ড নিয়ে স্বতোঃপ্রণোদিত মামলার শুনানিতে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছে CBI ।

পর পর  দু’দিন পিছিয়ে যাওয়ার পর আজ সুপ্রিম কোর্টে আর জি কর কান্ড নিয়ে স্বতোঃপ্রণোদিত মামলার শুনানিতে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দিয়েছে CBI ।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি জে বি পারদিওয়ালার বেঞ্চ তরুণী PGT চিকিৎসকের ধর্ষণ ও খুনের তদন্তে অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট খতিয়ে দেখেন। একইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বিষয়ে গঠিত ১১ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স আজ তাঁদের অন্তর্বর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দেয়। জানা যাচ্ছে, রিপোর্টে যৌন হেনস্থা এবং শারীরিক নির্যাতন রোধের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। এজন্য মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপের পরামর্শ’ও দেন তাঁরা। জুনিয়ার ডাক্তারদের আইনজীবি ইন্দিরা জয়সিং অবশ্য জানান, মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের টাস্ক ফোর্সে রাখা না হলে সঠিকভাবে কাজ হওয়া সম্ভব নয়। মামলাকারীর আইনজীবি ফিরোজ এডুলজি, CBI-এর তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললে প্রধান বিচারপতি বলেন, ওই ঘটনায় ইতিমধ্যেই চার্জ গঠন করা হয়েছে। নিম্ন আদালতের বিচারকের ক্ষমতা রয়েছে, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার।

  চার সপ্তাহ বাদে নতুন করে ‘স্টেটাস রিপোর্ট’ জমা দেবে CBI । রাজ্যের আইনজীবি কপিল সিব্বাল, মামলার দ্রুত নিষ্পত্তির আবেদন জানিয়েছেন। তবে, সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে রাজ্য হলফনামা জমা দিলেও, আজ সেই সংক্রান্ত কোনো শুনানি হয়নি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।