পর্যটনকে উৎসাহ দিতে নেপাল আগামী দুই বছর পর্বতারোহীদের বিনামূল্যে ৯৭টি হিমালয় শৃঙ্গে ওঠার ছাড়পত্র দেবে। নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, তাদের এই উদ্যোগ দেশের অনাবিষ্কৃত পর্যটন কেন্দ্রগুলিকে তুলে ধরবে।
উল্লেখ্য, যেসব শৃঙ্গের জন্য ফি মুকুব করা হচ্ছে, সেগুলি নেপালের অত্যন্ত পিছিয়ে পড়া কর্ণালি এবং পশ্চিম প্রদেশে অবস্থিত। এই শৃঙ্গ গুলির উচ্চতা ৫ হাজার ৯৭০ মিটার থেকে ৭ হাজার ১৩২ মিটারের মধ্যে।