November 16, 2025 9:46 PM

printer

পর্তুগালে ক্লাউডিয়া ঝড়ে তিনজন নিহত এবং  ২৮ জন আহত হয়েছে।

পর্তুগালে ক্লাউডিয়া ঝড়ে তিনজন নিহত এবং  ২৮ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে দুজন গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। পর্তুগিজ আবহাওয়া পরিষেবা আইপিএমএ সমগ্র আলগারভ এবং বেজা ও সেতুবাল জেলাগুলিতে সতর্কতা জারি করেছে। 

সেই সঙ্গে রাতারাতি ওয়েলসের কিছু অংশে বন্যার সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পূর্ব ওয়েলসে একটি নদীর তীর এবং আশেপাশের এলাকা ভেঙে যাওয়ার পর মনমাউথ শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, ঝড়ের ফলে ঘরবাড়ি, ব্যবসা, পরিবহণ এবং জ্বালানি পরিকাঠামো  মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।