মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 9, 2025 10:29 AM

printer

পরীক্ষামূলক ভাবে এশিয়ার দীর্ঘতম ৪.৫ কিলোমিটার পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত্র চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইল ফলক অর্জন করলো।

পরীক্ষামূলক ভাবে  এশিয়ার দীর্ঘতম ৪.৫ কিলোমিটার পণ্যবাহী ট্রেন রুদ্রাস্ত্র  চালানো সফল করে ভারতীয় রেল নতুন মাইল ফলক অর্জন করলো। ট্রেন টি চালানো হয়েছে উত্তরপ্রদেশের চন্দদৌলির গঞ্জখোয়াজা (Ganjkhwaja ) রেলওয়ে স্টেশন থেকে ঝাড়খণ্ডের গারওয়া (Garhwa) স্টেশনের মধ্যে। ২০৯ কিলোমিটারের এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির সময় লেগেছে ৫ ঘন্টা ১০ মিনিট।  ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার উদয় সিং মীনা জানিয়েছেন , নতুন পণ্যবাহী ট্রেন গুলি পূর্ব মধ্য রেলওয়ের পণ্ডিত দীনদয়াল  উপাধ্যায় ডিভিশন  থেকে ধানবাদ ডিভিশন পর্যন্ত চালানো হবে।  

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ রুদ্রাস্ত্রর পরীক্ষামূলক ভাবে  চালানোর একটি ভিডিও সমাজমাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়ে বলেছেন , এটি ভারতের দীর্ঘতম পণ্যবাহী ট্রেন, যার কারণে পণ্য পরিবহন ব্যবস্থা আরো উন্নত হবে।