মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 25, 2025 11:21 AM

printer

পরিসংখ্যান ও কর্মসূচী রূপায়ণ মন্ত্রক, ভারতীয় পরিসংখ্যান সংস্থার বিল-২০২৫-এর খসড়া বিষয়ে  কোনো পরামর্শ অথবা মতামত জানানোর জন্য সময়সীমা বৃদ্ধি করেছে।

পরিসংখ্যান ও কর্মসূচী রূপায়ণ মন্ত্রক, ভারতীয় পরিসংখ্যান সংস্থার বিল-২০২৫-এর খসড়া বিষয়ে  কোনো পরামর্শ অথবা মতামত জানানোর জন্য সময়সীমা বৃদ্ধি করেছে। আগামী মাসের তিন তারিখ পর্যন্ত এই খসড়া সম্পর্কে মতামত জানানো যাবে। খসড়া বিলটি পাওয়া যাবে মন্ত্রকের ওয়েবসাইটে। capisi-mospi@gov.in. –এই ওয়েবসাইটে ইমেল মারফত যেকোনো পরামর্শ বা সুপারিশ পাঠানো যাবে বলেও মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে।

   উল্লেখ্য, খসড়া বিলে ইন্ডিয়ান্স স্ট্যাটিস্টিক্যাল ইন্সটিটিউটের প্রাতিষ্ঠানিক মর্যাদা পরিবর্তনের সংস্থান রয়েছে। রেজিস্টার্ড সোসাইটি থেকে একে স্ট্যাটুটারি বা আইনসম্মত সংস্থা হিসেবে রূপান্তরের সংস্থান রয়েছে এই বিলে।