মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 12, 2025 9:01 AM

printer

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংক্রান্ত সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার – IUCN কংগ্রেসে সুস্থায়ী নগর উন্নয়নের জন্য ভারতের রূপরেখা তুলে ধরেন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংক্রান্ত সংস্থা, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার – IUCN কংগ্রেসে সুস্থায়ী নগর উন্নয়নের জন্য ভারতের রূপরেখা তুলে ধরেন। মন্ত্রী জোর দিয়ে বলেন, দ্রুত নগরায়ন হলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা সহজতর হয়। উদ্ভাবন এবং স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন সুযোগের ক্ষেত্রও সহজে তৈরি হয় বলে মন্ত্রী মন্তব্য করেন।

“Transforming Our Urban Environment: Pathways to Sustainability” শীর্ষক এক মন্ত্রী-পর্যায়ের ভাষণে গতকাল শ্রী সিং বলেন, ২০৫০ সালের মধ্যে বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা শহরে বাস করবে বলে আশা করা হচ্ছে। তাই সুস্থায়ী উন্নয়নের জন্য সমস্ত দেশকে নতুন রূপান্তরের পথে এগোতে হবে। বিশ্বজুড়ে অভিবাসন বেড়ে যাওয়া নিয়ে একটি প্রতিবেদনের কথা তুলে ধরে তিনি উল্লেখ করেন, কেবল কর্মসংস্থানের কারণেই অভিবাসন বাড়ছে, তা নয়, বরং খরা এবং উপকূল অঞ্চলে বন্যার মতো জলবায়ু প্রভাবের কারণও এর জন্য দায়ী।

সুস্থায়ী জীবনযাত্রার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ ক’রে মন্ত্রী বলেন, আগামী দিনে এমন শহর নির্মাণ করতে হবে যেখানে সবুজের গুরুত্ব হবে অপরিসীম। প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হওয়া পৃথিবীর জন্য বিপজ্জনক। এর জন্য, শক্তি ও জ্বালানি ক্ষেত্রের পরিকাঠামোগত উন্নতি, জীববৈচিত্র্য রক্ষা, কার্বন নির্গমন কমানো প্রভৃতি কিছু মৌলিক বিষয়ের ওপর নজর দেওয়া দরকার বলে তিনি জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।