মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

November 18, 2025 12:07 PM

printer

পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছে, ভারত ডিসেম্বরের মধ্যে ২০৩৫ সালের জন্য কার্বন নির্গমন কমানোয় দেশের জাতীয় অবদানের সংশোধিত মান, এনডিসি প্রকাশ করবে।

পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছে, ভারত ডিসেম্বরের মধ্যে ২০৩৫ সালের জন্য কার্বন নির্গমন কমানোয় দেশের জাতীয় অবদানের সংশোধিত মান, এনডিসি প্রকাশ করবে। ব্রাজিলের বেলেমে রাষ্ট্রসংঘের COP30 জলবায়ু সম্মেলনে এক ভাষণে শ্রী যাদব বলেন, অস্থিতিশীল বৃদ্ধি এবং উন্নয়নের কারণে জলবায়ু পরিবর্তন বাস্তব এবং আসন্ন। তিনি উন্নত দেশগুলিকে তাদের বর্তমান সময়সীমার আগেই নেট শূন্য লক্ষ্য অর্জনের আহ্বান জানিয়েছেন। পরিবেশমন্ত্রী বলেছেন, ভারতের নতুন চালু হওয়া পারমাণবিক মিশন এবং সবুজ হাইড্রোজেন মিশন ২০৭০ সালের মধ্যে নেট শূন্য অর্জনের দিকে তার অগ্রগতি আরও ত্বরান্বিত করবে।

প্যারিস চুক্তির অধীনে এনডিসি, দেশগুলির জলবায়ু পরিকল্পনা আওতায় নির্গমন কমাতে এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্যপুর্ন পদক্ষেপ করতে সহায়তা করে। উষ্ণায়ন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ করার জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টাকে উৎসাহ দেয়। চলতি বছরে ২০৩১ থেকে ২০৩৫ সময়কালের জন্য দেশগুলিকে তাদের তৃতীয় পর্বের এনডিসি ৩.০ জমা দিতে হবে।