পরিকল্পিত ভাবে লোকসভায় অচলাবস্থা তৈরি করা হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভালো নয়। আজ এই মন্তব্য করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লাম। রাজ্যসভা ও বিভিন্ন বিধানসভাতেও এভাবে অচলাবস্থা তৈরি করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন।। এদিন ভুবনেশ্বরে শ্রী বিড়লা বলেন, রাজনৈতিক দলগুলির মধ্যে ভিন্ন মত থাকে এবং শাসক ও বিরোধী পক্ষের নেতারা বিভিন্ন বিষয়ে কখনও সহমত, কখনও ভিন্নমত হন। কিন্তু এভাবে অচলাবস্থা তৈরি করা কাম্য নয়৷ ভিন্ন মত গণতন্ত্রকে সমৃদ্ধ করে, আইনসভার অন্দরে তা প্রকাশ পাওয়া উচিত বলেও জানিয়েছেন লোকসভার স্পিকার।
Site Admin | August 30, 2025 9:43 PM
পরিকল্পিত ভাবে লোকসভায় অচলাবস্থা তৈরি করা হয়েছে, যা গণতন্ত্রের পক্ষে ভালো নয়।
