মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 19, 2025 12:14 PM

printer

পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা সুষ্ঠভাবে চলছে

পবিত্র কৈলাস মানস সরোবর যাত্রা সুষ্ঠভাবে চলছে। পুণ্যার্থীদের ষষ্ঠ দলটি আজ নাথুলা থেকে তাদের যাত্রা শুরু করেছে। স্থানীয় উচ্চপদস্থ কর্মকর্তারা এই যাত্রার সূচনা করেছেন। এখনো পর্যন্ত চারটি পুণ্যার্থীদের দল সুষ্ঠভাবে নিজেদের যাত্রা সম্পন্ন করেছে। প্রসঙ্গত, এবছর নাথুলা হয়ে পুণ্যার্থীদের আরও চারটি দল যাত্রা করবে। প্রতিটি দলের সঙ্গেই চিকিৎসক, রাঁধুনি ও সরকারি আধিকারিকরা থাকবেন। উল্ল্যেখ্য, যাত্রা শুরুর আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য, সমস্ত তীর্থযাত্রীদের সিকিমের বিভিন্ন স্থানে অন্তত ৪/৫ দিনের বসবাস বাধ্যতামূলক করা হয়েছে। সেনাবাহিনী, আইটিবিপি, বিআরও, বিএসএনএল ও সিকিম সরকার সহ অন্যান্য আধিকারিকরা সারা দেশ থেকে আগত তীর্থযাত্রীদের যাত্রা সুসম্পন্ন করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন।