মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 2, 2025 1:45 PM

printer

পবিত্র কৈলাস মানস সরোবর দর্শন সম্পন্ন করে তীর্থযাত্রীদের প্রথম দলটি গতকাল নির্বিঘ্নে গ্যাংটক ফিরেছে

পবিত্র কৈলাস মানস সরোবর দর্শন সম্পন্ন করে তীর্থযাত্রীদের প্রথম দলটি গতকাল নির্বিঘ্নে গ্যাংটক ফিরেছে। বেলা পৌনে একটা নাগাদ নাথুলা পৌঁছে অভিবাসন সংক্রান্ত নিয়মবিধি সম্পূর্ণ হয়৷ এরপর যাত্রীদের নিয়ে যাওয়া হয় শেরথাং এ। সেখানে আই টি বি পি-র আধিকারিকরা যাত্রীদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেন। এরপর গ্যাঙটকে সিকিম পর্যটনের হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পূন্যার্থীদের হাতে যাত্রার শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। আজ সকালে বিশেষ বাসে যাত্রীরা নিজ নিজ রাজ্যের উদ্দেশে রওনা হবেন।

এদিকে, আসন্ন অমরনাথ যাত্রায় পুন্যার্থীদের পরিবহন অভিজ্ঞতা আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ NHAI গতকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জম্মু কাশ্মীর প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। যাত্রাপথের অধীন ৪৪ নম্বর জাতীয় সড়কে জম্মু শ্রীনগরের মধ্যে ২শো২৮ কিলোমিটার দীর্ঘ অংশের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে  কথা হয়।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।