পবিত্র অমরনাথ যাত্রার প্রথম ৬ দিনে ১ লক্ষ ১১ হাজারের বেশী পূন্যার্থী পবিত্র গুহা দর্শন করেছেন। গতকাল ১৮ হাজারের বেশী তীর্থযাত্রী দর্শন সারেন। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন, পহেলগাঁও ও বালতাল উভয় যাত্রাপথ দিয়েই নির্বিঘ্নে যাত্রীরা গুহামুখের দিকে এগিয়ে চলেছেন। আগামী দিনে পুন্যার্থীর সংখ্যা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে, ভগবতীনগর বেসক্যাম্প থেকে ৭ হাজার ৫শো ৭৯ জন পূন্যার্থীকে নিয়ে যাত্রীদের অষ্টম দলটি আজ ভোরে রওনা হয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৭শোর বেশী পুরুষ ও দেড় হাজারের বেশী মহিলা রয়েছেন। শিশুর সংখ্যা ৪০। রয়েছেন ১৬৭ জন সাধু ও ৭৬ জন সাধ্বীও। বাতলাল রুটে যাচ্ছেন ৩ হাজার ৩১ জন। অন্যদিকে পাহলগাঁও বেস ক্যাম্পের দিকে রওনা হয়েছেন ৪ হাজার ৫শো ৪৮ জন তীর্থযাত্রী।