পবিত্র অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্যায়ে পাঁচ হাজার ২৪৬ জন পুণ্যার্থী জম্মু-কাশ্মীরের ভগবতীনগর যাত্রী নিবাস বেশ ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছে। আজ সকালে ২৬৮-টি গাড়িতে তীর্থ যাত্রীরা পবিত্র গুহার উদ্দেশে যাত্রা শুরু করেন। এই দলে রয়েছেন, ৪৭৪ জন পুরুষ, ৭৯৫ জন মহিলা, ১৯-টি শিশু, ২৪ জন সাধু, ৩৩ জন সাধ্বী এবং একজন রুপান্তকামী মানুষ।
Site Admin | July 3, 2025 10:04 AM
পবিত্র অমরনাথ যাত্রার দ্বিতীয় পর্যায়ে পাঁচ হাজার ২৪৬ জন পুণ্যার্থী জম্মু-কাশ্মীরের ভগবতীনগর যাত্রী নিবাস বেশ ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছে।
