মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 16, 2025 3:43 PM

printer

পণ্য ও পরিষেবা ক্ষেত্রে দেশের রফতানির পরিমাণ ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পণ্য ও পরিষেবা ক্ষেত্রে দেশের রফতানির পরিমাণ ৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা সত্ত্বেও ২০২৪-২৫ অর্থবর্ষের এপ্রিল থেকে মার্চ মাস পর্যন্ত ভারতের রফতানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার কোটি মার্কিন ডলার। এর আগের অর্থবর্ষে যা ছিল প্রায় ৭৭ হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।

কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে ভারতের আমদানির পরিমাণ ছিল প্রায় ৯১ হাজার ৫০০ কোটি ডলার। অপেট্রোলিয়ামজাত পন্যের রফতানিও বেড়েছে প্রায় ৬ শতাংশ।

এদিকে, ভারতে বাণিজ্য ঘাটতির পরিমাণ চলতি বছরের মার্চে বেড়ে ২ হাজার ১শো কোটি ডলারের মাত্রা ছাড়িয়েছে।