মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 22, 2025 10:06 PM

printer

পণ্য ও পরিষেবা কর গোয়েন্দা দপ্তর (DGGI) অবৈধ বা নিয়ম লঙ্ঘনকারী বিদেশি অনলাইন অর্থ গেমিং সংস্থাগুলির ৩৫৭টি ওয়েবসাইট ব্লক করেছে।

পণ্য ও পরিষেবা কর গোয়েন্দা দপ্তর (DGGI) অবৈধ বা নিয়ম লঙ্ঘনকারী বিদেশি অনলাইন অর্থ গেমিং সংস্থাগুলির ৩৫৭টি ওয়েবসাইট ব্লক করেছে। এর মধ্যে  অনলাইন অর্থ গেমিং শিল্পে দেশীয় এবং বিদেশী উভয় অপারেটর রয়েছে। অনলাইন মানি গেমিং, বেটিং বা জুয়ার সঙ্গে যুক্ত প্রায় ৭০০টি অফশোর বা বিদেশি সংস্থা DGGI-এর নজরদারিতে রয়েছে। অর্থ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে এই সংস্থাগুলি নিবন্ধন না করে, এবং কর এড়িয়ে জিএসটি ফাঁকি দিচ্ছে। 

এই অফশোর সংস্থাগুলির কয়েকটি ওয়েবসাইটে পাওয়া ইউপিআই আইডির সাথে সংযুক্ত ৩৯২ টি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলিতে মোট ১২২.০৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।