পড়ুয়াদের মধ্যে ফুটবল খেলা নিয়ে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় ফুটবল ফর স্কুলস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছেন। এই কর্মসূচির অঙ্গ হিসেবে সারা দেশে দেড় লক্ষের বেশি স্কুলে ১০ লক্ষ ফুটবল বিতরণ করা হবে। কলকাতার ফোর্ট উইলিয়ামে পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার মধ্য দিয়ে দেশের ফুটবলের উন্নতির লক্ষ্যে এই কর্মসূচি গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বক্তব্য রাখেন।
Site Admin | June 30, 2025 9:20 AM
পড়ুয়াদের মধ্যে ফুটবল খেলা নিয়ে আগ্রহ বাড়াতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গতকাল কলকাতায় ফুটবল ফর স্কুলস কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের সূচনা করেছেন।