পঞ্জাব সীমান্তের তিনটি যৌথ চেক পোস্টে আজ থেকে ফের শুরু হচ্ছে রিট্রিট সেরিমনি। দেশের সীমান্ত রক্ষী বাহিনী BSF জানিয়েছে, আটারি, হুসেইনিওয়ালা এবং সাদকি চেক পোস্টে হওয়া এই অনুষ্ঠানগুলি আজ সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এবং আগামীকাল থেকে সাধারণ মানুষ দেখতে পারবেন। অপেরেশন সিন্দুর শুরু হওয়ার পর চলতি মাসের ৮ তারিখ থেকে এই রিট্রিট সেরিমনি স্থগিত রাখা হয়েছিল।
তবে বিএসএফ জানিয়েছে, অনুষ্ঠান হলেও ভারতীয় চেকপোস্টগুলির গেট বন্ধ রাখা হবে। সূর্যাস্তে পতাকা নামানোর সময়ে আনুষ্ঠানিকভাবে ভারতীয় সুরক্ষা বাহিনীর কমান্ডার হাতও মেলাবেন না পাক কমান্ডারের সঙ্গে।