January 11, 2026 10:38 AM

printer

নয়ডায় অনুষ্ঠিত জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মহিলাদের ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই এবং ৫২ কেজি বিভাগে নিখাত জারিন শিরোপা জিতেছেন।

নয়ডায় অনুষ্ঠিত জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ মহিলাদের ৭৫ কেজি বিভাগে লভলিনা বরগোহাঁই এবং ৫২ কেজি বিভাগে নিখাত জারিন শিরোপা জিতেছেন।

২০২০-র টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী লভলিনা গতকাল ফাইনাল ম্যাচে সানামাচা চানু থোকচম কে ৫-০ ব্যবধানে হারিয়ে খেতাব জয় করেন। 

দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন নিখাত জারিন মহিলাদের ৫২ কেজি বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নীতু ঘাংহাসকে ৫-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জেতেন।

বিশ্ব চ্যাম্পিয়ন মীনাক্ষী হুডা মঞ্জু রানীকে ৫-০ ব্যবধানে হারিয়ে মহিলাদের ৪৮ কেজি শিরোপা নিশ্চিত করেন,

অন্যদিকে অলিম্পিয়ান পূজা রানী মহিলাদের ৮০ কেজি ফাইনালে একই ব্যবধানে নাইনাকে পরাজিত করেন।

পুরুষদের ৫৫ কেজি বিভাগে, যাদুমণি সিং ফাইনালে পবন বার্টওয়ালকে ৫-০ ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতেছেন।