ন্যুনতম ১৫ হাজার টাকা ভাতা সহ আট দফা দাবিতে রাজ্যের আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধে। রণক্ষেত্রের চেহারা নেয় স্বাস্থ্য ভবন এবং ধর্মতলা চত্বর। জেলায় জেলায় পুলিশের বিরুদ্ধে আশাকর্মীদের মিছিল আটকানো ও ট্রেনে উঠতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। স্বাস্থ্য ভবনের সামনে এবং ধর্মতলায় পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা এগনোর চেষ্টা করলে দু পক্ষের ধস্তাধস্তি বাধে। দিনভর চাপানোতরের পর বিকেলে আশাকর্মীদের ৫ সদস্যের এক প্রতিনিধি দল স্বাস্থ্যভবনে গিয়ে দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। যদিও সেখানে উপস্থিত ছিলেন না স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম।
আশাকর্মীদের আন্দোলনের পরেও সরকার তাদের নির্দিষ্ট হারে মাসিক ভাতা দেওয়ার দাবি মেনে নেয়নি বলে আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক ইস্মোতারা খাতুন জানিয়েছেন। তবে বকেয়া ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে। তিনি আরও জানিয়েছেন, আশাকর্মীদের আজকের আন্দোলনকে দমন করার জন্য সরকার যেভাবে বলপ্রয়োগ করেছে, তার প্রতিবাদে আগামীকাল রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালন করা হবে।
এদিকে, আশাকর্মীদের ওপর পুলিশের আজকের প্রতিরোধকে বর্বোরোচিত আখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আশা কর্মীদের প্রত্যেকটি দাবি ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
আশা কর্মীদের ন্যায্য আন্দোলনে ভয় পেয়েই মুখ্যমন্ত্রীর পুলিশ প্রশাসন তাদের বাধা দিয়েছে এবং গ্রেপ্তার করেছে বলে বিজেপির মুখপাত্র অমিত মালব্য মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি অভিযোগ করেন, সাংবিধানিক মূল্যবোধ, আইন এবং নৈতিকতার উর্ধ্বে গিয়ে আশা কর্মীদের শান্তিপূর্ণ আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা হয়েছে।
আশাকর্মীদের আন্দোলনে পুলিশের বাধাদানের ঘটনায় নিন্দা করেছেন এসইউসিআই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য। এক বিবৃতিতে তিনি বলেছেন, আন্দোলনকারীরা কেউ সমাজ বিরোধী নন, তবুও রাজ্য সরকার বাস্তবে তাদের বিরুদ্ধে একরকম যুদ্ধ ঘোষণা করেছে। রাজ্য কমিটির পক্ষ থেকে পুলিশ কমিশনারকে এব্যাপারে চিঠিও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
আশাকর্মীদের আন্দোলন ন্যয়সঙ্গত বলে জানিয়েছেন মাধ্যমিক শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতি।
পশ্চিমবঙ্গ সরকারী কর্মচারী ইউনিয়নের তরফেও পুলিশের আচরণের নিন্দা জানানো হয়েছে।
এদিকে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য জানিয়েছেন, রাজ্য সরকার আশাকর্মীদের পাশে রয়েছে। যদিও এই আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছেন তিনি।