ন্যাশনাল হেরাল্ড মামলায় অর্থ তছরুপের অভিযোগ গ্রহণে অস্বীকার করায় ইডির আবেদনের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট, নোটিস জারি করেছে। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ইডির দায়ের করা আবেদনে সাড়া দিয়ে হাইকোর্ট কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং দলের নেতা রাহুল গান্ধীর জবাব তলব করেছে। আগামী ১২ই মার্চ এই মামলার শুনানি হবে।
ইডি তাদের আবেদনে নিম্ন আদালতের পর্যবেক্ষন নিয়ে প্রশ্ন তুলেছে।