ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ অন্যদের বিরুদ্ধে ইডির মামলায় আজ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট রায়দান স্থগিত রেখেছে। আগামী ২৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ইডির দায়ের করা অতিরিক্ত চার্জশিটের বিষয়টকে আমল দেওয়া হবে কিনা, সে নিয়ে রায় দেবে আদালত। এই মামলায় সব অভিযুক্তই ইডির আবেদনের বিরোধিতা করেছেন এবং সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ইডি অভিযোগ করেছে, ন্যাশনাল হেরাল্ডের প্রকাশক অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ২ হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি জালিয়াতি করে অধিগ্রহণ করেছে ইয়ং ইন্ডিয়ান কোম্পানি, যে সংস্থার সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডাররাই কংগ্রেস নেতা।
Site Admin | July 14, 2025 12:46 PM
ন্যাশনাল হেরাল্ড আর্থিক তছরুপের মামলায় কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ অন্যদের বিরুদ্ধে ইডির মামলায় কোর্ট রায়দান স্থগিত রেখেছে
